স্বাধীনতা তুমি
আমাদের সাহসিকতার মূর্ত প্রতীক;
স্বাধীনতা তুমি
আমাদের হাজার বছরের লালিত স্বপ্ন;
স্বাধীনতা তুমি
আমাদের বিজয়ের সুগৌরবের বীরত্ব গাঁথা;
স্বাধীনতা তুমি
আমাদের হারোনো পুরাতন সুখ্যাত ইতিহাস;
স্বাধীনতা তুমি
সিরাজউদ্দৌলার বেদনাবিধুর আক্ষেপ!
স্বাধীনতা তুমি
তিতুমীরের দুর্গ বাশের কেল্লা;
স্বাধীনতা তুমি;
ক্ষুদিরামের অদম্য দৃঢ় মনোবল;
স্বাধীনতা তুমি
সূর্যসেনের নির্ভয় অন্তিম অভিলাষ;
স্বাধীনতা তুমি
প্রীতিলতার মুক্তির স্ফূরণ;
স্বাধীনতা তুমি
শেরে বাংলার কল্পিত সোনার নগর!
স্বাধীনতা তুমি
উনিশ বাহান্ন সালের ভাষা শহীদের আত্মত্যাগের মহিমা;
স্বাধীনতা তুমি
ঊনিশ ছেষট্টি সালের ছয় দফার কাঙ্ক্ষিত ফসল;
স্বাধীনতা তুমি
ঊনসত্তরের অপ্রতিরোধ্য গণজাগরণ;
স্বাধীনতা তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবের দ্ব্যর্থহীন বজ্রকণ্ঠ;
স্বাধীনতা তুমি
ত্রিশ লক্ষ শহীদের তরতাজা প্রাণ;
স্বাধীনতা তুমি
দুই লক্ষ মা-বোনের হারো সম্ভ্রম;
স্বাধীনতা তুমি
চির দীপ্ত, চির উজ্জ্বল নক্ষত্রের তারাকারাশি;
স্বাধীনতা তুমি
নবোদয় আলোবর্তিকা দিবাকর;
স্বাধীনতা তুমি
বিস্তীর্ণ হরিৎ ঘাসের উপর জমানো কোমল কুজ্ঝটিকা;
স্বাধীনতা তুমি
মায়ের ভাষা, কৃষ্টি, ঐতিহ্য, জাতির অস্তিত্বের রক্ষক;
স্বাধীনতা তুমি,
সর্বহারাদের বেঁচে থাকার অন্তিম নিরাপদ আশ্রয়;
স্বাধীনতা তুমি
প্রসূতি মায়ের নবজাতকের সুমিষ্ট হাসি!
স্বাধীনতা,
হে স্বাধীনতা
তুমি আমাদের একটি মাত্র প্রাণ!
টোহেল চাকমা
শিক্ষার্থী, রাঙ্গামাটি সরকারি কলেজ
মন্তব্য লিখুন