ভয় কিসের তনয়া? মৃত্যুর সহিত বসবাস করে,
অশ্লীল সভ্যতার মহলে নিজেকে বিলিয়ে দিবে?
তোমাদের কোমল সুদৃঢ় হাতে আমাদের প্রাণ;
তোমরা না জাগলে– মুছে যাবে অস্তিত্ব- নিখাদ সুঘ্রাণ।
রাজপথে নেমে এসো নির্ভয়ে, দালালদের উৎপাটন করি,
অন্দর মহলে এদের অফুরন্ত নৃশংস কারসাজি;
মীরজাফরা এসেছে ফের সাবধান তনয়া,
আড়ষ্ট হয়ে সূদনযজ্ঞে– ত্রাস্ততায় দিবে না হাতের ছোঁয়া।
বিশ্ব জ্ঞান গরিমায় আগুয়ান হতে হবে তোমাদের,
দেশ মাতৃকার থেকে উৎখাত করতে হবে হায়েনাদের,
জনক-জননীর গর্ব হবে তনয়া, তোমরা শূর্পণখা হবে না;
অধিকার, ন্যায়ের, সমতা আদায়ে পিছে রবে না।
আজ হোক কাল মরতে হবে সকলের,
ত্রস্ততায় পরাধীন থেকে বাঁচা– জীবন্মৃত;
মুক্ত হয়ে- পোক্ত হয়ে মৃত্যুর সহিত করি পাঞ্জা,
শৃঙ্খল কপাট চূর্ণ করে ছুঁড়ে ফেল আছে যত ভয়, লজ্জা!
টোহেল চাকমা
শিক্ষার্থী, রাঙ্গামাটি সরকারি কলেজ।
মন্তব্য লিখুন