একুশ, তুমি আমার ভাইয়ের
রক্তাক্ত কবিতা,
তুমি আমার ছোটবেলার
প্রথম শেখা বর্ণমালা
একুশ, তুমি আমার মায়ের মুখে
শেখানো প্রথম বুলি।
একুশ, তুমি তিমির আঁধারে দেখানো
আমার প্রথম সাহস;
তুমি বিশ্বের কাছে এক
জাতির পরিচয়।
একুশ, তুমি অন্যের কাছে মাথা নত না
করার এক গল্প।
একুশ, তুমি রফিক-সালামের
মায়ের অশ্রু ভেজানো জল
একুশ, তুমি আমার দেখা
রাজপথের সাহসী বীর।
একুশ, তুমি আমার অহংকার
আমার মুখের ভাষা ‘বাংলা’!
আকাশ দাশ সৈকত
শিক্ষার্থী, নিজামপুর সরকারি কলেজ
মন্তব্য লিখুন