একাত্তরে যে পিঠের দাগ বসেছে
শেষ নাই এখনও সে ক্ষত;
যত জব্দ করতে চেয়েছিলে
শুকিয়েছে তা অনেক আগেই
কিন্ত পূরণ হয়নি সে ক্ষত।
উন্নয়নের সময়ে হাতে নিয়েছে অস্ত্র যারা
সময়ের টানে এখনও বিবাগী তারা;
সময় যখন উন্নয়ন উপভোগের, তখন থমকে গেছে সভ্যতা
আমার বাড়ির দ্বার রুদ্ধ –
এখন আমার শ্বাস উন্মুক্ত
কিন্ত বাস্তবে?
মোরশেদ সাকিব
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
মন্তব্য লিখুন