মো: শুভ ইসলাম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত বিভাগীয় প্রধান হলেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ান আহমেদ শুভ্র।
আজ রবিবার (১৫ জানুয়ারি) নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হুমায়ুন কবীর এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন -২০০৬ এর ধারা ২৪ এর উপধারা ( ৩ ) মোতাবেক ১৮/০২/২০২২ তারিখ বা তার পর যোগদানের ভিত্তিতে কার্যকর হওয়ার শর্তে পরবর্তী ০৩ ( তিন ) বছরের জন্য আপনাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো । বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী আপনি দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন”।
এছাড়াও এর আগে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ০৩ বছর দায়িত্ব পালন করেন।