চাঁদরাতে (২৫ জুন) প্রকাশ পেয়েছে তাহসানের একেবারের নতুন গানের নতুন একটি ভিডিও। তার সঙ্গে আছেন মডেল আজমেরী আশা।
‘অপ্রাপ্তি’ শিরোনামের এই ভিডিওতে তাহসানকে দেখা গেছে একেবারে ভিন্ন একটি রূপে। মানে এখানে তিনি গ্যাংস্টার এবং প্রেমিক। মেহেদী হাসান লিমনের কথায় নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শাকের রেজা। আর গানটির ভিডিও নির্মাণ করছেন দেশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আলোচিত নির্মাতা ভিকি জায়েদ।
গানটিতে তাহসান ও আজমেরী আশার রসায়ন ছাড়াও পাওয়া গেছে জনপ্রিয় র্যাপার ও চৌকস অভিনেতা তৌফিক আহমেদকে। মোশনরক এন্টারটেইনমেন্টের নির্মাণ সহযোগিতায় ভিডিওটি সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্স-এ।
মন্তব্য লিখুন